ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন বদল নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ লিটন

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে এসেছে তিনটা বদল। এর মধ্যে দুটি বদলই করা হয়েছে বাধ্য হয়ে।

এ ম্যাচ হারলে সিরিজ হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। এমন একটি ম্যাচের আগের দিন বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। অনুশীলনে মাথায় বল লেগে কানকাশন হয়েছে জাকের আলীর। এ কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হওয়া জাকের। তার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলামের।

জ্বরের কারণে একাদশে নেই লিটন দাসও। এই টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের টেস্টে খেলা স্পিনার নাঈম ইসলাম বাদ পড়েছেন একাদশ থেকে।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, সেনুরান মুথুসামি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিটারসন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ