ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

অবশেষে বাফুফে থেকে সালাউদ্দিনের বিদায়

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯

টানা চার মেয়াদে ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালনের পর বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাবাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান তিনি।

যদিও কয়েক দিন আগে আসছে নির্বাচনে অংশ গ্রহণের কথা জানিয়েছিলেন তিনি। তবে বর্তমানে পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর, শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে প্রথমবারের মতো দেখা মিলল সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আর বাফুফে কার্যালয়ে আসেননি তিনি। তবে শনিবার হুট করেই হাজির হন দেশের ফুটবলের এ কর্তা।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ