ট্রফি রেখে ঘুমানোর ইচ্ছা হতে পারে, কাতার বিশ্বকাপ জয়ের পর তা দেখিয়েছিলেন লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফি শিয়রে রেখে ঘুমিয়েছেন। মেসির মতো শান্তর এ ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। তবে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে এটিই প্রথম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে জিতলেও সেবার চুক্তি-সংক্রান্ত ঝামেলায় খেলেননি শীর্ষ ক্রিকেটারদের কেউ। বাংলাদেশ সিরিজ জিতেছিল দ্বিতীয় সারির দলের বিপক্ষে। এবারের জয় তাই অনেক বেশি স্পেশাল, আরও বেশি স্মরণীয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আগে কেবল একবারই দেশের মাঠে হোয়াইটওয়াশড হয়েছিল পাকিস্তান। ২০২২ সালে তারা তিন ম্যাচের সিরিজের সবকটি হেরেছিল ইংল্যান্ডের কাছে।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। একই কথা গতকাল সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। তিনি বলেন, ‘আবেগটা আসলে মুখে বলা কঠিন হবে। কারণ এ ধরনের অর্জন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি।’
পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ধবলধোলাই করাটা যে আসলেই শান্তর কাছে বিশেষ কিছু সেটির প্রমাণ মিলেছে তাঁর ফেসবুক পোস্টেও। সিরিজ জয়ের পরের সকালেই ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন টাইগারদের অধিনায়ক।
আজ সকালে ফেসবুকে একটি ছবি দিয়ে শান্ত লিখেছেন, শুভ সকাল। আর ছবিটিতে দেখা যায়, হোটেল রুমে ঘুমোচ্ছেন শান্ত, আর দুহাতে জড়িয়ে রেখেছেন পাকিস্তান সিরিজ জয়ের ট্রফি। তার এ ছবির মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থকরা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ