ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

অলিম্পিক ফুটবলে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল স্পেন

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ১০:৪৫

ফ্রান্সকে হারিয়ে এবারের আসরে স্বর্ণপদক জিতেছে স্পেন। ফাইনালে ৫-৩ গোলে স্বাগতিকদের হারায় ফরাসিরা। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকের ৩২ বছর পর এই ইভেন্টে আবারও স্বর্ণ জিতলো তারা।

অলিম্পিকের সবগুলো ইভেন্টের মধ্যে ফুটবলের রয়েছে আলাদা আকর্ষণ। প্যারিসে অনুষ্ঠিত এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকের মূল আসর শুরু হবার দুইদিন আগেই মাঠে গড়ায় ফুটবলের ইভেন্ট। ইউরোপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে অংশ নেয় স্পেন।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩–৩ গোলে ড্র থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জোড়া গোল করে ফরাসিদের হতাশায় ডোবান সের্হিও কামেও।

উল্লেখ্য, ছেলেদের অলিম্পিক ফুটবল ইতিহাসে এখন এটাই সবচেয়ে বেশি গোলের (৮) ফাইনাল। এত দিন সর্বোচ্চ গোলের ফাইনাল ছিল ৬ গোলের। ১৯১২ স্টকহোম অলিম্পিকের স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়েছিল গ্রেট ব্রিটেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ