চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস এখনো অনুষ্ঠিত হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতের।
বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারত ও ইংল্যান্ড এ পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ডের ১২ জয়ের বিপরীতে ভারতের জয় ১১টি। তবে বেশি ম্যাচ হারলেও ভারত সিরিজ জেতায় ৪-৩ ব্যবধানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। একটি সিরিজ ড্র হয়েছিল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ