ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য সরকার

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ২০:০৬ | আপডেট: ১০ জুন ২০২৪, ২০:২১

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এখনও দক্ষিণ আফ্রিকাকে টি-টুয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। ২০০৭ থেকে ২০২২- এই ১৫ বছরে ৮ বার মুখোমুখি হলেও জয় পায়নি কোনো ম্যাচেই। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারলেই সুপার এইটের পথ অনেকটাই সহজ হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ