ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া-বাংলাদেশ দলকে গণভবনে আমন্ত্রণ

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৮:০০

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল গণভবনে দেখা করবে সফরকারী এবং স্বাগতিক দুই ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, আগামীকাল বেলা ১টার দিকে দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল। এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। সেখানে ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন।

তিনি আরও বলেন, সেখানে মূলত সৌজন্য সাক্ষাত হবে। বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ