ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

সাইফউদ্দিনের পরিবর্তে অনিক, ব্যাখ্যা দিলেন শান্ত

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৭:৩০ | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ১৭:৩৪

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে আলিসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকের আলী। অন্যদিকে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে ফেরা হয়নি সাইফউদ্দিনের। আর এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে জাকের আলীর ফেরা এবং সাইফউদ্দিনের দলের না থাকার কারণ জানিয়েছেন টাইগার অধিনায়ক।

টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।

এসময় জাকের আলীকে দলের আনার কারণ জানাতে শান্ত বলেন, আমাদের যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ খুব ভালো বল করছে এবং তাইজুল ভাইও আছেন। সিলেক্টর বা কোচিং স্টাফদের মনে হয়েছে আমাদের আরেকজন মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণে জাকের আলি অনিককে দলে যুক্ত করা হয়েছে।

সাইফউদ্দিন দলের না থাকা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, সাইফউদ্দিন খুবই ভালো খেলছে ইনজুরি থেকে আসার পর। আমার মনে হয়, ও ভালো কামব্যাক করেছে। কিন্তু এত বড় ইনজুরি থেকে আসার পরে এরকম একটা সিরিজ খেলাটা তার জন্য একটু রিস্ক হবে। আশা করছি, সাইফউদ্দিন সামনে ডিপিএলে ভালো করলে।

নয়াশতাব্দাী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ