ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েতে বিশ্বজয়ী ৪ বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৪, ২৩:১১

আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিশ্বজয়ী ৪ বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ ইসলামি ঐক্য সংস্থা। হাফেজদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

সোমবার (১৮ নভেম্বর) এশার নামাজের পর কুয়েতের মসজিদ নাসের আল হামাদে (হাসবিয়া বড় মসজিদ) এ সংবর্ধনা দেয়া হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী বাংলাদেশের হাফেজ মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ কারী আবুজর গিফারী ও হাফেজ আনাস মাহফুজকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আল-নাজাত চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান শায়েখ ফয়সাল আব্দুল আজিজ আল জামিল।

তিনি বলেন, ‘হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রস্তুত করার মধ্য দিয়ে যে চর্চা ও অধ্যবসায় তৈরি হয় তা প্রতিযোগীদের মননে ইসলামি মূল্যবোধ তৈরি করে। এ ধর্মীয় মূল্যবোধ তাদের নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের খতিব, বাংলাদেশ ইসলামি ঐক্য সংস্থার উপদেষ্টা শায়েখ নুরুল ইসলাম।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ