জন্ম ১৯ জুন ১৯৮৫ একজন ভারতীয় ও তামিল অভিনেত্রী।

কোলাবা, মুম্বইয়ের সেন্ট অ্যান উচ্চ বিদ্যালয়ে এবং জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন।

পরবর্তীতে, মুম্বইয়ের কে. সি. কলেজ থেকে স্নাতক শেষে গণমাধ্যম বিষয়ে ডিগ্রী লাভ করেন।

মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার মডেলিং কর্মজীবনের শুরু।

২০০৪ সালে 'কিউ! হো গায়া না' চলচ্চিত্রের মাধ্যমে বলিউড শিল্পে প্রবেশ করেন।

২০০৭ সালে 'লক্ষ্মী কালিয়ানাম' মুভির মাধ্যমে তেলুগু চলচিত্রে আত্মপ্রকাশ।

২০০৭ সালে তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিলো 'চান্দামামা' চলচিত্রটি।

তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর জন্যে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন।

তিনি ডার্লিং, বৃন্দাভানাম, মি. পারফেক্ট, এবং বাদশাহ প্রমুখ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু অভিনেত্রী হিসেবে খ্যাত।

তার অভিনীত তামিল চলচিত্রের মধ্যে অন্যতম- নান মহান আল্লা, মাগাধীরা, পরমাত্তারান এবং ঠুপ্পাক্কি।

২০০৯ সালে তার অভিনীত সুপারহিট সিনেমা 'মাগাধীরা' মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যবসা সফল হয়।

Close X