শ্রুতি রাজলক্ষী হাসান (জন্ম: ২৮শে জানুয়ারি, ১৯৮৬) একজন ভারতীয় অভিনেত্রী।

তার মা-বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান এবং সারিকা ঠাকুর।

গায়িকা এবং সুরকার যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প এবং বলিউডে কাজ করেন।

মাত্র ছয় বছর বয়সে তার বাবা’র অভিনীত ‘থেভার-মাগান’ ছবিতে গান করে এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন।

তিনি অভিনয়ে অভিষেক করেন, তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’ সিনেমায় বিশেষ শিল্পী হিসেবে।

প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে ২০০৯ সালে অ্যাকশনধর্মী ‘লাক’ সিনেমায় অভিনয় করেন।

২০০৮ সালে ‘সারোজা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রুতি চলচিত্রে তার পূর্ণ অভিষেক ঘটান।

পরবর্তীতে তিনি আনাগঙ্গা, ধীরুদু এবং ওহ্‌ মাই ফ্রেন্ড ইত্যাদি ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

২০১২ সালে তিনি গব্বার সিং, দাবাং তেলুগু পুনঃনির্মিত সিনেমায় অভিনয় করেন।

শ্রুতি ‘রাম চরন তেজা’র বিপরীতে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমায় অভিনয় করে থাকেন।

তার অভিনীত মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো হল প্রভু দেবের-‘রামাইয়্যা ভাস্তাভাইয়্যা’ এবং নিখিল আদ্ভানীর-‘ডি-ডে’।

পরবর্তীতে তিনি আগাদু, বালুপু, রেস গুররাম তেলেগুভাষী বহু জনপ্রিয় সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রী পুরুষ্কার পেয়েছেন।

Close X