তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন সেইসাথে একজন সনামধন্য ভারতীয় অভিনেতা।

হৃতিক রোশান ১৯৭৪ সালের ১০ই জানুয়ারি বোম্বে শহরে বলিউডের এক প্রখ্যাত পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন।

পিতা চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন ও মাতা পিঙ্কি রোশন। তার পিতামহ সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরথ ও মাতামহ পরিচালক জে. ওম প্রকাশ।

হৃতিক বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি তার পিতামহীর দিক থেকে বাঙালি বংশোদ্ভূত।

তিনি অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম।

৬’টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার জয় করেছেন হৃতিক। হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে 'হ্যান্ডসাম' পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন।

১৯৮০-এর দশকে বেশ কয়েকটি ছবিতে হৃতিক 'শিশুশিল্পী' হিসেবে অভিনয় করেছিলেন।

পরবর্তীতে রাকেশ রোশন পরিচালিত চারটি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। 'কাহো না..প্যায়ার হ্যায়' (২০০০) ছবিতে তিনি প্রথম বার প্রধান চরিত্রে অভিনয় করেন।

২০০০ সালে সন্ত্রাসবাদ নাট্যধর্মী 'ফিজা' এবং ২০০১ সালে একাধিক তারকাসম্বলিত প্রণয়মূলক নাট্যধর্মী 'কভি খুশি কভি গম'... ছবি দু’টি তাকে বিশেষ খ্যাতি অর্জনে সাহায্য করে।

২০০৬ সালের পর থেকে তিনি- ধুম ২, জোধা আকবর, গুজারিশ, জিন্দগি না মিলেগি দোবারা, অগ্নিপথ, ব্যাং ব্যাং এবং সুপার থার্টি ইত্যাদি চলচিত্রে অভিনয় করেন।

'জাস্ট ড্যান্স' অনুষ্ঠানের বিচারক হিসেবে তিনিই ভারতীয় টেলিভিশনের সর্বাধিক পারিশ্রমিক-প্রাপ্ত চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন।

এছাড়াও, তিনি একাধিক ব্র্যান্ড ও উৎপাদিত সামগ্রীর হয়ে বিজ্ঞাপন করেছেন এবং নিজস্ব পোশাক লাইনও সর্বসমক্ষে এনেছেন।

Close X