সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১) সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি সনামধন্য অভিনেতা ও মডেল।

জন্মনাম-মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী ইমন। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। কিন্তু চলচ্চিত্র জগতে তিনি 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন।

সালমান পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা 'মৌসুমী' তার সহপাঠী ছিলেন।

১৯৮৭ সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।

ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে বি.কম. পাস করেন।

সালমান ১৯৮৫ সালে বিটিভির 'আকাশ ছোঁয়া' নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন।

তাঁর উলেখযোগ্য ধারাবাহিক নাটকগুলি হলো- দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী, ইতিকথা নাটকে অভিনয় করেন।

'নয়ন' নাটক'টি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে 'বাচসাস' পুরস্কার লাভ করে।

নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন।

১২ আগস্ট ১৯৯২ সালে বিউটি পার্লার ব্যবসায়ী 'সামিরা হক'-কে বিয়ে করেন। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারীর দায়িত্বে ছিলেন।

১৯৯৩ সালে তার প্রথম অভিনীত চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' মুক্তি পায়।

নব্বইয়ের দশকে বাংলাদেশে সাড়া জাগানো জনপ্রিয় এই নায়ক। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসায় সফল।

তাঁর অন্যতম চলচ্চিত্রগুলি হলো - অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া ইত্যাদি।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে- মন মানে না, কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক ছবির অর্ধ-শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন।

Close X