নাসরিন আক্তার নিপুণ ১৯৮৪ সালের ৯ জুন, জালগাঁও, বরুড়া, কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন।

যিনি 'নিপুণ' নামে পরিচিত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালে প্রথম তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন।

উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুন ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন।

এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।

রাজধানীর প্রাণকেন্দ্রে 'টিউলিপ এন্টারটেইনমেন্ট' নামে একটি নিজস্ব পার্লার পরিচালনা করেন তিনি।

তিনি ইতিমধ্যে দু'বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

নিপুনের প্রথম অভিনীত ছবির নাম 'রত্নগর্ভা মা', যা আজও মুক্তি পায়নি। মুক্তি পাওয়া প্রথম ছবি হলো 'পিতার আসন'।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: 'এইতো ভালবাসা', 'জান তুমি প্রাণ তুমি' ও 'অন্তর্ধান'।

এছাড়াও, তিনি বহু চলচিত্রে অভিনয় করেন যেমন: 'কাছে এসে ভালবাসো', 'পদ্ম পাতার জল' এবং 'পদ্মা পাড়ের পার্বতী'।

২০১৭ সালে নিপুন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনিবার্হীর সদস্য পদ লাভ করেন।

২০২২ সালে কাঞ্চন-নিপূণ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।

Close X