শাকিব খান (জন্ম ২৮ মার্চ ১৯৭৯)একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

সোহানুর রহমান সোহান পরিচালিত 'অনন্ত ভালবাসা' (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।

তিনি গণমাধ্যমে "সুপারস্টার" ও "কিং খান" এবং "ঢালিউড কিং" হিসাবে সম্বোধিত হন।

তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।

তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে-৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৮টি মেরিল-প্রথম আলো পুরস্কার, ৩টি বাচসাস পুরস্কার ও ৪টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার।

শাকিব খান গুলশানের বাড়িতে ২০০৮ সালের ১৮ এপ্রিল তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী 'অপু বিশ্বাসকে' গোপনে বিয়ে করেন।

২০১০-সালে 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না', ২০১২-সালে 'খোদার পরে মা' চলচিত্রে অভিনয় করেন।

২০১১ সালে 'মনের জ্বালা' চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে তার 'কন্ঠ' দেন।

২০১৪ সালে তিনি 'হিরো: দ্যা সুপার স্টার' চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০১৫-সালের 'আরো ভালোবাসবো তোমায়' এবং ২০১৭-সালে 'সত্তা' প্রমুখ চলচিত্রে অভিনয় করেন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে 'আব্রাম খান জয়' সন্তানের জন্ম হয়। কিন্তু, এই সম্পর্কের ইতি টানেন চিত্র নায়ক 'শাকিব খান'। তিনি ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

অভিনয়ের জন্য তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তার অভিনীত ছবিগুলি হলো-'চালবাজ'-২০১৮,'ভাইজান এলো রে'-২০১৮,'নাকাব'-২০১৮ এবং পরবর্তীকালে 'পাসওয়ার্ড'-২০১৯,'বীর'-২০২০.

৫ বছর পর ২০১৯ সালে নিজস্ব সংস্থা 'এসকে ফিল্মসের' ব্যানারে 'পাসওয়ার্ড' চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রযোজনায় ফেরেন সাকিব খান।

শাকিব খান অভিনয়শিল্পী হিসেবে 'ইবি' ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেন।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন তিনি। পার্মানেন্ট রেসিডেন্টের জন্যে তার পার্সোনাল (নেপালি) উকিল কাজ করছেন।

Close X