রণবীর কাপুর জন্মগ্রহণ করেন ২৮ সেপ্টেম্বর ১৯৮২ সালে এক সনামধন্য হিন্দু পরিবারে। তিনি অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিংহের পুত্র।

রণবীর কাপুর- মুম্বইয়ের পালি হিলে তার বাবামায়ের সঙ্গে বাস করেন।

রণবীর-অভিনেতা ও চলচ্চিত্রকার রাজ কাপুরের পৌত্র এবং পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র।

শৈশবে রণবীর মুম্বাইয়ের মাহিমের বোম্বাই স্কটিশ স্কুলে পড়াশোনা করেন।

পরবর্তীতে জীবনে রণবীর কাপুর পদ্ধতিমূলক অভিনয় শিক্ষা শুরু করেন নিউ ইয়র্কের লি স্ট্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট-এ।

অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর আগে তিনি "ব্ল্যাক" (২০০৫) ছবিতে সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন।

২০০৭ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বনশালীরই "সাওয়ারিয়া" ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর।

রোম্যান্টিক কমেডি সিনেমা "বচনা আয়ে হাসিনো" (২০০৮) ছবিতে দীপিকা পাড়ুকনের সঙ্গে অভিনয় করেন। এবছরেই রণবীর জানিয়েছিলেন দীপিকা পাড়ুকনের সঙ্গে তার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল।

Close X