রানী মুখার্জী জন্ম ১৯৭৮, মার্চ ২১ তিনি হলেন একজন হিন্দি ভারতীয় চলচিত্রের বলিউড অভিনেত্রী।

তার পিতা রাম মুখার্জী একজন অবসরপ্রাপ্ত পরিচালক। তার মা কৃষ্ণা মুখার্জী চলচ্চিত্রে গান গাইতেন। তার ভাই রাজা মুখার্জী একজন চিত্র প্রযোজক।

তিনি হলেন প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়ের ভাগ্নি। বলিউড তারকা অভিনেত্রী কাজল তার সম্পর্কিত বোন।

তিনি ২০০০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।

মুখার্জি-সমর্থ পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন।

ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে "সহ-চরিত্রে" অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন।

পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে "রাজা কি আয়েগি বারাত" (১৯৯৭) চলচিত্রে অভিনয় করে সাফল্য অর্জন করেন।

সামাজিক নাট্য চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত হিসেবে চলচিত্র জগতে কর্মজীবন শুরু করেন।

"কুছ কুছ হোতা হ্যায়"-১৯৯৮, চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবনের প্রথম অধ্যায় শুরু হয়।

প্রাথমিক সাফল্যের পর, পরবর্তী তিন বছর তার চলচ্চিত্র-বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল।

পরবর্তীতে "যশ", "রাজ" (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে।

তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়া এর বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন।

Close X