১৯৫৫ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তবে তার বাবা নিজামুদ্দীন আতাউরের পৈতৃক বাড়ি যশোর জেলায়।

১৯৬৮ সালে তার বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন।

জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমাতে অভিনয় করতে গিয়ে তার নাম হয়ে যায় ‘ববিতা’।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অনঙ্গ বৌ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান।

বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা আড়াইশ’রও বেশি।

২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন।

Close X