লিওনেল মেসি ২৪ জুন ১৯৮৭ সালে রোসারিও, আর্জেন্টিনা জন্মগ্রহণ করেন।

ছোট বেলায় মেসির গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। সেসময় বার্সেলোনা তাঁর চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়ায় ১৩ বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান।

২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয়।

লিওনেল মেসি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ এবং মেসি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় গোল্ডেন ‘শু’ জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন।

পেশাদার ফুটবলার হিসেবে মেসি বার্সেলোনার হয়ে, ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ৬টি কোপা দেল রেইসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন।

Close X