ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ইউটিউব দেখে বস্তায় আদা চাষে সফল কলেজছাত্র আবির

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫০

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশেই অব্যবহৃত একটি আঙিনায় বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন কলেজছাত্র আবির হাসান। ইউটিউবে ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হয়ে পরীক্ষামূলক ৩০০ বস্তায় আদা চাষ করেছেন।

সরেজমিনে আবিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, সারি সারি বস্তায় রোপণ করা আদা গাছ চমৎকার সজীবতা ছড়াচ্ছে।

এতদিন পর্যন্ত আদা চাষ সাধারণ জমিতে করা হলেও বর্তমানে কৃষকরা বস্তায় আদা চাষে ঝুঁকছেন। এতে খরচ এবং জায়গা দু’টিই কম লাগে। আবার ফলনও হয় বেশি। বাড়ির আঙিনা, বারান্দা, পতিত যেখানে অন্য কোনো ফসল হয় না সেখানে বস্তায় আদা চাষ করা যায়।

আবির জানান, ‘বস্তায় মাটি ঝুরঝুরে থাকে। এতে আদা বর্ধনে কোনো ধরনের সমস্যা হয় না। অথচ সাধারণ জমিতে আদা রোপণের কিছুদিন পরেই মাটি শক্ত হয়ে যায়। তখন আদার শারীরিক আকার বৃদ্ধিতে সমস্যা হয়। বস্তায় আদা চাষে পরিচর্যা করাও সহজ। প্রয়োজনে যেকোনো সময় স্থানান্তরও করা যায়।’

তিনি আরও জানান, ‘ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হয়ে পরীক্ষামূলক ৩০০ বস্তায় আদা চাষ করেছেন। এতে সব মিলিয়ে খরচ পড়েছে মাত্র নয় হাজার টাকা। এই সামান্য পুঁজি দিয়ে ফলন উঠিয়ে বিক্রি করতে পারবেন প্রায় ৫০ হাজার টাকা। পড়াশোনার পাশাপাশি বস্তায় আদা চাষে তার বেশ ভালো লাগছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে নতুন এ পদ্ধতিতে আদা চাষ করতে চান তিনি।’

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, ‘সখীপুরে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে আদা চাষ করলে কন্দ পচা রোগ হয় না। বাড়ির পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় অতি সহজেই এ পদ্ধতিতে কৃষকরা আদা চাষ করে লাভবান হতে পারেন। এক বস্তা থেকে প্রায় এক থেকে দুই কেজি আদা পাওয়া যায়। বস্তায় আদা চাষ নিয়ে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করছি।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ