সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নীল চক্রবর্ত্তীর কবিতার চরণ হরহামেশাই ঘুরে বেড়ায়। এমনকি তার কবিতা জায়গা করে নিয়েছে নাটকেও। মেধাবী এ কবির নতুন কাব্যগ্রন্থ আসছে চলতি বছরের ডিসেম্বরেই। বইটির নাম 'আমার পাশে থাকো কিছুক্ষণ'।
বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত। বইয়ের প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী।
নতুন কাব্যগ্রন্থ নিয়ে স্বপ্নীল চক্রবর্ত্তী বলেন, 'কবিতা এক অদ্ভুত আয়না, নিজের যন্ত্রণার সাথে অন্য যন্ত্রণা এখানে মিলিয়ে দেখা হয়। উল্লেখযোগ্য দিক বলতে যদিও কিছু হয় না, তবে এই বইয়ে নিজের স্মৃতিগুলোকে শিমুলতুলোর মতো ছড়িয়ে দেয়ার একটা চেষ্টা করেছি। এই বই আমাকে অজানা কোনো প্রাপ্তি বা সমাপ্তির সাথে পরিচয় করাবে।'
অক্ষরবৃত্তের কর্ণধার আনিস সুজন জানান, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এও পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।
এর আগে স্বপ্নীল চক্রবর্ত্তীর তিনটি বই প্রকাশিত হয়েছে। তা হলো 'অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন', 'দীর্ঘতম স্নানের কাছে' ও 'যে দুপুর বাহানা বানায়'।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ