ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২৪, ২০:৩০

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৪৪ তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা। এ পরীক্ষার জন্য নতুন সূচিও প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১৪ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অনিবার্য কারণে ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ জন্য নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে।’

এর আগে ২৯ জুলাই ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে পিএসসি। ৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে।

তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ