ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

শ্রীলঙ্কায় ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৪

অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৪ ভারতীয়কে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মান্নার জেলার উপকূলীয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, চলতি বছর এ পর্যন্ত ৫২৯ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে আরও ১৮ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়।

গত মাসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকে এবং ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা একটি বৈঠক করেন। সেখানে তাঁরা দুই দেশের মধ্যে চলমান মাছ ধরার বিরোধের দীর্ঘমেয়াদী সমাধানের গুরুত্বের ওপর জোর দেন।

জেলেদের অনুপ্রবেশের ইস্যুটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি বিতর্কিত বিষয়। এর আগে পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের ওপর গুলিও চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

পক প্রণালী তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে এমন একটি সংকীর্ণ জলসীমা। এখানে উভয় দেশের জেলেরাই মাছ ধরে যায়।

গত বছর শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ২৪০ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ