ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৯

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন।

আজ শনিবার (১৬ নভেম্ব) বিবিসি জানায়, ট্রাম্প তার প্রচার শিবিরের মুখপাত্র ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমার ঐতিহাসিক প্রচারাভিযানে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট একটি অসাধারণ কাজ করেছেন । তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এটা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত।

ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে উত্তর দিয়ে বলেছেন, আমাকে বিশ্বাস করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ধন্যবাদ।

উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের নির্বাচনি ক্যাম্পেইনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরের স্থলাভিষিক্ত হবেন তিনি। নিউ হ্যাম্পশায়ারের সেইন্ট আনসেল্ম কলেজে থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন ক্যারোলিন লেভিট।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ