ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

একদিনে ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল করছে কুয়েত

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৩

পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে ৯৩০ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব যাচাই বিষয়ক একটি রাষ্ট্রায়ত্ত কমিটি যাচাই-বাছাইয়ের পর একদিনে রেকর্ড এতবড় সংখ্যক মানুষের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার (১১ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার ৯৩০ জনের নাগরিকত্ব বাতিলের নথি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। পরবর্তী বৈঠকে এ নথি পর্যালোচনা ও অনুমোদন শেষে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

ফাহাদ আল ইউসেফ বলেন, ‘এ ব্যক্তিরা কুয়েতের আইন অনুযায়ী অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপরাধ চলতেই থাকবে, যা আমরা মেনে নিতে পারি না।’

দেশটির ইতিহাসে এ প্রথম একদিনে এত সংখ্যক নাগরিকত্ব বাতিল হতে যাচ্ছে। এর আগে ২০ অক্টোবর কুয়েত সরকার একদিনে ৪৮৯ জনের নাগরিকত্ব বাতিল করে, যা তখন পর্যন্ত রেকর্ড ছিল।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এ কারণে বিগত কয়েক বছরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ইতোমধ্যে শত শত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ