ঢাকা, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২৪, ১৩:৫৯

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) লেবানন থেকে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আলজাজিরার।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে ড্রোন হামলায় সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হযেছে বলে জানিয়েছে কার্যালয়।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলায় অন্তত পাঁচজন সেনা নিহত হয়। আহত হয় কমপক্ষে ৬৭ জন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ