ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীকে ভূত-পিশাচ বলা নিষ্ঠুরতা নয়: ভারতের আদালত

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৬:১৫

স্বামী তার স্ত্রীকে পিশাচ-ভূত বলে ডাকতেই পারেন, এমন আচরণকে স্বামীর নিষ্ঠুরতা বলা যায় না। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের পাটনা হাইকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাটনা হাইকোর্টে বৈবাহিক অশান্তি সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য ওঠে। এ সময় ওই শুনানি খারিজ করে এ পর্যবেক্ষণ দেন আদালত।

আদালতে তোলা সংশ্লিষ্ট ওই মামলায় স্ত্রীকে ‘পিশাচ’ বলার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে, যেটাকে নিষ্ঠুর আচরণ বলে দাবি করেন মামলার বাদি। এ বিষয়ে এমন যুক্তি খারিজ করে দেন বিচারপতি। এক পর্যবেক্ষণে আদালত বলেন, ‘বৈবাহিক সম্পর্কে অনেক সময়েই স্বামী-স্ত্রী একে অপরকে অশালীন ভাষায় আক্রমণ করেন। কিন্তু এই ধরনের সমস্ত অভিযোগই নিষ্ঠুরতার মধ্যে আসে না।’

এদিকে অভিযোগকারী ব্যক্তির আইনজীবী বলেন, স্বামী এবং তার পরিবার স্ত্রীকে ভূত-পিশাচ বলে ডাকতেন। তার ওপর ক্রমাগত নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এই যুক্তিতেই সহমত হননি বিচারপতি।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ