ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫

ভারতে মদ্যপানে ২১ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৪, ০৯:১০

ভারতে বিষাক্ত মদ্যপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে দেশটির এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। গত বুধবার (২০ মার্চ) পাঞ্জাবের সাংরু জেলায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুতে বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এর মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হওয়ায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এলাকাবাসীরা এটি বন্ধে উদ্যোগ নিলেও তার ব্যর্থ হন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূলহোতাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যে যে বাড়িতে মদ তৈরি হতো সেখানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ