ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

হুথিদের হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের নয়া পদক্ষেপ 

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৩

হুথি বিদ্রোহীর হামলা থেকে রক্ষা পেতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজগুলোকে লোহিত সাগর এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হলো। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই সতর্কতা জারি করেছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পরিবহণ বিভাগ আমেরিকান বণিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহিত সাগরের দক্ষিণ অংশ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে একটি সতর্কতা জারি করেছে। সতর্কে বলা হয়েছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ‘প্রতিশোধমূলক হামলার’ সম্ভাবনাসহ দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ‘উচ্চ মাত্রার ঝুঁকি অব্যাহত রয়েছে’।

কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, যদিও সিদ্ধান্তটি শেষ পর্যন্ত কোম্পানি এবং পৃথক জাহাজের ওপর নির্ভর করে, তবে মার্কিন পতাকা এবং মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এই অঞ্চলটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সতর্কবার্তায় ইয়েমেনের উত্তরে লোহিত সাগরে এবং পূর্বাঞ্চলে এডেন উপসাগরে অবস্থাসের পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ