ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে নিয়মনীতি না মানায় কমছে কার্যকারিতা

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৪, ১১:৩২

বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে যথাযথ নিয়মনীতি না মানায় দিন দিন রোগজীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা কমে যাচ্ছে। যা প্রতিরোধ করা জরুরি, বলছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। সরকারি এই গবেষণা সংস্থার পরামর্শ, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে।

গতকাল রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

বাছ-বিচার ছাড়াই অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। বিভিন্ন রোগে একই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে সেই ওষুধের বিরুদ্ধে রোগজীবাণুর টিকে থাকার শক্তিও বাড়ছে যা আশনিসংকেত, বলছেন বিশেষজ্ঞরা।

এ নিয়ে রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে রোগতত্ত্ব আইইডিসিআর। এতে বলা হয়, জীবাণুরোধী ওষুধগুলোর বিরুদ্ধে টিকে থাকার লড়াই করতে গিয়ে বিভিন্ন অণুজীব তাদের জিনের বা গঠনগত ও ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। এক পর্যায়ে জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে কোনো চিকিৎসা বা ওষুধ কাজ করে না।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বাড়াতে হবে সচেতনতা। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. জাকির হোসাইন হাবিব বলছেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে সাধারণ নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে। এতে বেড়ে যায় মৃত্যুঝুঁকি।

এ অবস্থা চলতে থাকলে তা ‘নীরব মহামারি’ হিসেবে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ