ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬

অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু আর নেই

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১

মারা গেছেন রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন পিকলুর বন্ধু সিপাত আলতামুস।

পিকলুর মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। ফেসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।’

চলতি বছরের শুরুতেও একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিলেন এই গিটারিস্ট।

পিকলুর পরিবারের সদস্যরা কেউ দেশে না থাকায় আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকার মত ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন পিকলু। সেশন গিটারিস্ট হিসেবেও অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে তাকে দেখা গেছে। নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজে ছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি অর্থহীন ব্যান্ডে যোগ দেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ