‘ম্যাজিকেল নাইট ২.০’ শিরোনামে আর্মি স্টেডিয়ামে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতালেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ শিল্পী বাংলাদেশে আগেও অনেকবার এসেছেন।
মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। স্টেজে উঠার ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়। এরপরে ৯টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটানা গান শুনিয়ে দর্শক মাতিয়ে রেখেছিলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ।
উল্লেখ্য, আতিফ আসলাম একজন পাকিস্তানি সংগীতশিল্পী হলেও ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি।
প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ