ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাফসান, সবাই তোমাকে খুঁজছে : জেফার

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৪, ১৩:৫৮

হঠাৎ আলোচনায় শোবিজের দুই অতি পরিচিত মুখ উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার। কারণ, তাদের নিয়ে এতদিন ধরে বহু প্রেম জল্পনা উঠে এসেছে। এবার যেন তাতে সিলমোহর পড়ার অবস্থায়! সম্প্রতি জেফার ও রাফসানকে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর মুহূর্ত নতুন করে আলোচনা তৈরি করে। আর সে থেকেই রটে নানান গুঞ্জন।

শুক্রবার (১৫ নভেম্বর ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়। এদিন রেস্টুরেন্টের ভেতরে দুজন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। আর রাফসান ও জেফারও ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবিও তুলেছেন। তবে সেগুলো আর ফেসবুকে আসেনি!

এদিকে প্রেমের গুঞ্জনের মাঝেই আজ শুক্রবার (২২ নভেম্বর ) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জেফার রহমান। ছবির ক্যাপশনে লিখেন, ব্রোনজড অ্যান্ড ব্লিসড আউট বাই বিচ।

জেফারের সেই ছবি দেখে নেটিজেনরাও চুপ নেই। জেফারের সেই পোস্টে মৌমাছির বহরের মতো মন্তব্য ছুটে আসতে থাকে নেটিজেনদের। যেখানে প্রায় সবার একটাই প্রশ্ন ছিল, ‘সাথেরটা কই?’

বুঝতে বাকি নেই, মজার ছলে হলেও রাফসান সাদাবের কথাই বুঝিয়েছেন তারা। নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকে। লিখেছেন, ‘রাফসান কোথায়?’

নেটিজেনদের নানা মন্তব্যের সঙ্গে সঙ্গেই বন্ধু রাফসানকে মন্তব্য ঘরে মেনশন দিয়ে নেটিজেনদের উদ্দেশে জবাব দিলেন জেফার। লিখেছেন, রাফসান, সবাই তোমাকে খুঁজছে!

জেফারের সেই কমেন্টের উত্তরে রাফসানও লিখেছেন লেখেন, আমি ‘একান্ত’ সময় কাটাতে ব্যস্ত, সেটা সবাই জানে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

এদিকে শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেন নি। আবার এ-ও শোনা যায়, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ