ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ্যে এলো তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫

দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গোপনে বিয়ে করেছেন। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি।

তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি। দুজনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায়, এসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়।

রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

তবে তৌহিদ আফ্রিদি সত্যিই বিয়ে করেছেন কি-না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের ছবিগুলো কবে তোলা এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। বিভিন্ন সূত্র বলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে, যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ