ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন পূজা চেরি

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৪

বর্তমান সময়ে ঢালিউডের বহুল চর্চিত চিত্রনায়িকা পূজা চেরি। সুন্দরী এ নায়িকা ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়া শিশু শিল্পী হিসেবে করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে কাজ। দারুণ সম্ভাবনাময়ী এ নায়িকা ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর একই বছর অভিনেতা সিয়ামের সঙ্গে পোড়ামন দুই সিনেমায় অভিনয় করে ব্যাপক সুনাম কুড়ান পূজা।

বছরখানেক আগে ঢালি পাড়ায় শোনা যায়, পূজার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

যদিও সেসময় পূজা জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এ গুঞ্জন ছড়িয়েছে। ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।

গণমাধ্যমে চিত্রনায়িকা বলেন, গুঞ্জন সব সময়ই গুঞ্জনই। কিছুদিন পর আবার দেখা যায় সে সবই মিথ্যা। সত্যতা কখনও আসলে চাপিয়ে রাখা যায় না। যতই আমরা একটা সত্যকে মিথ্যা বলার চেষ্টা করি না কেন সত্য সব সময় সত্যই থেকেই যায়। এক সময় ঠিকই সত্যিটা বেরিয়ে আসে।

তিনি আরও বলেন, গুঞ্জনটা যদি সত্যই হতো তাহলে এতদিনে সেটা বেরিয়ে আসত। যেহেতু বের হচ্ছে না তাহলে বুঝতে হবে সেটা গুঞ্জনই ছিল। শোবিজে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন বা কন্ট্রোভার্সি থাকবেই। এটা খুবই স্বাভাবিক।

এদিকে অনেকেই ধারণা, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে তার সঙ্গে প্রেম হয় পূজার। সেসময় এমনও শোনা যায়, সেই প্রেমের কারণে নাকি বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে পূজার। যদিও এখন পর্যন্ত এসবের জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’র কাজ শেষ করেছেন পূজা। যেখানে চিত্রনায়ক রুবেলের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ