ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ১১:২৫

প্রতি বছর মহাসমারোহে নিজের জন্মদিন উদ‌যাপন করেন ঢালিউড তারকা পরীমনি। সেই অনুষ্ঠান ঘিরে আলোচনা শেষ হয় না যেন। অনুষ্ঠানের জৌলুস থেকে পরীমনির সাজসজ্জায় শুধু অতিথিরা নয়, চমকে ওঠে সারাদেশ। তার জন্মদিন উদযাপনী অনুষ্ঠানের ছবি, ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলোচিত এ নায়িকার জন্মদিন। নায়িকা পরীমণি দেখতে দেখতে ৩২টি বসন্ত পার করলেন।

জাঁকজমক-পূর্ণ আয়োজন না করলেও কাছের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে প্রথম প্রহরে জন্মদিনের কেক কেটেছেন পরী।

এ সময় এই নায়িকা ফেসবুক লাইভে এসে বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা।’

‘প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই আমি কেক কাটতাম কিন্তু নানু ভাইতো আর এখন নেই। ভেবেছিলাম এই দিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে।’

‘আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমার ১ কোটি ছয় লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

প্রসঙ্গত, গত বছর প্রিয় নানাভাইকে হারান ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ