ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

স্বামী বয়সে ছোট, বিচ্ছেদের জন্য আদালতে অভিনেত্রী

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১

গত কয়েক মাস ধরে একের পর এক বিচ্ছেদের খবর উঠে আসছে ভারতের রুপালি পর্দার দুনিয়ায়। এবার বিচ্ছেদের পথে হাঁটছেন হিন্দি সিনেমার অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। বিয়ের আট বছর পর স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, একেতো ভিন্ন ধর্মে বিবাহ, তার ওপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপান-উতোর ছিল তাদের।

জানা গেছে, এই বিচ্ছেদ কোনো আপোশে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে।

২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। ভিন্ন ধর্মে বিবাহ ও বয়সের পার্থক্য থাকায় খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

নব্বই দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তার জনপ্রিয়তার ধারে কাছে কোনও দিন আসেননি মহসিন। যদিও প্রাথমিকভাবে রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মিরি যুবক।

২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনইভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে, তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ