ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

এই বাংলাটাই দেখতে চেয়েছিলাম : মিঠুন চক্রবর্তী

প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮

কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। এমন প্রতিবাদী বাঙালিকে দেখে খুশি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

কয়েকদিন আগেই এই তারকা বলেছেন, ‘বাঙালি হিসাবে মাথা উঁচু করার ক্ষমতা হারাচ্ছি।’ তবে আরজি কর কাণ্ডে প্রতিবাদী বাঙালিকে দেখে ফের একবার মুখ খুলেছেন তিনি।

মিঠুনের কথায়, ‘এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম। যেটা এখন দেখতে পাচ্ছি। খুব আনন্দ হচ্ছে।’

মহাগুরু আরও বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন এই আন্দোলনে একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই যে বিজেপি বলছে, সেটা নয়। আমি ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবেই কথাগুলো বলছি।’

প্রসঙ্গত, সোমবারই কলকাতায় এসেছেন মিঠুন। এরপরই প্রতিবাদী বাংলার চিত্র দেখে বেজায় খুশি তিনি। এরপরই জানালেন আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া।

বাংলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন রাজনৈতিক নাকি অরাজনৈতিক? যখন অনেকে এই প্রশ্ন তুলছেন, ঠিক তখনই রাজনীতির বাইরে গিয়ে বাঙালি হিসেবে প্রতিবাদী সত্ত্বায় গর্বিত মিঠুন চক্রবর্তী।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ