কিছুদিন আগে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী। এবার পদ থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। সহসভাপতির পদ হারালেও সাধারণ সদস্য হিসেবে সংগঠনটিতে থাকছেন প্রাচী।
সোমবার (২৬ আগস্ট) ফেসবুক পোস্টে ‘অব্যাহতি’র ঘটনাটি প্রকাশ করেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।
গেল ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহসভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।
দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।
বিষয়টি নিয়ে রোকেয়া প্রাচীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। সর্শেষ গেল ১৫ আগস্ট শোক দিবসের আগের রাতে বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বর বাড়িতে গেলে তার ওপর হামলা হয়েছে বলে জানান এই অভিনেত্রী।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ