ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ধর্ষকদের ফাঁসি চাইলেন দেব

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৪, ২১:২৫

আরজিকর হাসপাতালে ধর্ষণকাণ্ডে উত্তাল কলকাতা। ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত ধরা পড়েছে একজন অভিযুক্ত। তাই সময় যতো যাচ্ছে, এই আন্দোলন আরও বেগবান হচ্ছে। এবার ছুটি কাটিয়ে কলকাতার রাজ পথে নেমেছেন টালিউড তারকা দেব।

আরজিকর ধর্ষণকাণ্ডে আর্টিস্ট ফোরামের ডাকা গণঅবস্থানে যোগ দেন দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনেতা বলেন, ‘যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি’ সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক’ আবেদনও জানান এই তারকা।

দেব আরও বলেন, ‘যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি, যে যত দিন না মানুষের মধ্যে ভয় হবে, যত দিন না মানুষ ভয় পাবে তত দিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।’

দেব ছাড়াও এই আন্দোলনে টালিগঞ্জের সব তারকাই প্রায় রাজ পথে নেমেছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারাও স্লোগানে স্লোগানে দাবি জানাচ্ছেন বিচারের।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ