ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬

হঠাৎ ৭ কোটির সম্পত্তি বিক্রি করলেন সনু নিগম!

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১৫:৪৫

বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে নিজের আসন পাকা করে রেখেছেন সোনু নিগম। তার প্রজন্মের বলিপাড়ার এমন কোনও তারকা নেই যার ছবিতে শোনা যায়নি সনুর গান। সোনু নিগমের হঠাৎ করেই টাকা দরকার। এতটাই দরকার যে, নিজের একটি বাড়ি বিক্রি করে দিলেন তিনি।

জানা গেছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি টাকা! তথ্য বলছে, মুম্বাইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের কণ্ঠে সনুর ‘ইয়ে দিল’ গানটি রাতারাতি জনপ্রিয় করে তোলে সনুকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

বলিউডে বহু তারকা রয়েছে যারা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন। পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। সূত্র বলছে, অ্য়াসেট বাড়াতেই নাকি এমন কাজ করেছেন সোনু।

শোনা যাচ্ছে, অন্য একটি জমি কেনার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সোনু কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লাখ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ