ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমে পড়েছেন ডুয়া লিপা

প্রকাশনার সময়: ০৬ জুলাই ২০২৪, ১৩:৫৬

নতুন প্রেমে জড়িয়েছেন ব্রিটিশ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপা। প্রেমিক হিসেবে ব্রিটিশ অভিনেতা ক্যালুম টার্নারের নাম এসেছে। মাস ছয়েক আগে ক্যালুম টার্নার অভিনীত মাস্টার্স অন এয়ার সিরিজের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ডুয়া লিপা। সেখানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা যায়।

এরপর থেকে গুঞ্জন ডালপালা মেলেছিল, প্রেমে পড়েছেন ডুয়া লিপা। প্রেম গোপন রেখে রহস্যটা জিইয়ে রেখেছিলেন এই জুটি। তবে বেশ কয়েকটি আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।

এর মধ্যে যুক্তরাজ্যের গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা গেছে তাদের। ডুয়া লিপার ছোট ভাই জিন লিপার এক ভিডিওতে দেখা গেছে, হাত ধরে হাঁটছিলেন ক্যালুম টার্নার ও ডুয়া। ডুয়ার কপালে আলতো করে চুমু দিয়েছেন প্রেমিক ক্যালুম।

তবে এবার নিজেই প্রথমবার প্রেমিকের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ২৮ বছর বয়সী এ তারকা। ইনস্টাগ্রামে ক্যালুম টার্নারের সঙ্গে ছবিটি পোস্টের মাধ্যমে গুঞ্জনকে ভিত্তি দিলেন তিনি।

এর আগে গায়ক আনোয়ার হাদিদের সঙ্গে প্রেম করেছেন ডুয়া লিপা। ২০২১ সালে সেই প্রেমে বিচ্ছেদের পর ফরাসি নির্মাতা রোমেইন গ্রাভরাসের সঙ্গে প্রেম করেছেন তিনি। সেই প্রেমে ইতি টানার পর ক্যালুম টার্নারের সঙ্গে প্রেম করছেন। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ক্যালুম টার্নারকে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে দেখা গেছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ