এক সিনেমার জন্য কেউ ১৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেয়? কিন্তু তেমনটাই করেছেন টাইগার শ্রফ। আর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক সুনীল দর্শন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ই প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে। এই যেমন টাইগার শ্রফ, তার শেষ মুক্তি প্রাপ্ত সিনেমার জন্য ১৬৫ কোটি রুপি চেয়েছেন।
সুনীল আরও বলেন- এমন বহু নায়ক রয়েছেন, যাদের ঝুলিতে কোনও হিট নেই। তারাও শত কোটি রুপি চান। এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ। তবে শুধু টাইগার শ্রফ নন, অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই।
১৯৯৮ সালে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। সেই সিনেমার নাম ধরে মুক্তি পায় অক্ষয় ও টাইগারের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। তবে বক্স অফিসে একেবারেই চলেনি সিনেমাটি। আর এই সিনেমার জন্যই ১৬৫ কোটি টাকা পারিশ্রমিক চান টাইগার।
তবে শেষ পর্যন্ত কত টাকায় তিনি রাজি হন, তা জানাননি প্রযোজক সুনীল দর্শন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ