নিজের নাম থেকে বাবার পদবি সরিয়ে ফেললেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের কন্যা সুরি। সম্প্রতি লা গার্ডিয়া হাই স্কুল থেকে সুরি ক্রুজের বদলে ‘সুরি নোয়েল’ নামে স্নাতক হয়েছেন তিনি।
পেজ সিক্স-এর প্রতিবেদন অনুসারে, ‘নোয়েল’ হলো কেটি হোমসের মধ্য নাম। আর মায়ের নামের অংশই নিজের সঙ্গে জুড়েছেন সুরি।
ছেঁটে ফেলেছেন বাবার পদবি। সুরির স্নাতকের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না টম ক্রুজ। কারণ টেলর সুইফটের ইরাস ট্যুরে যোগ দেওয়ার জন্য বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। সেখানে তিনি তার পরবর্তী ‘মিশন : ইম্পসিবল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন।
২০১২ সালে টম ও কেটির বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন সুরি। শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পর থেকে তার সন্তানদের, বিশেষ করে সুরির সঙ্গে টমের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এমনকি গুঞ্জন রটেছিল, টম নিজেকে সুরির থেকে দূরে সরিয়ে নিয়েছেন।
তবে ২০১৩ সালে একটি মানহানির মামলায় এই অভিযোগ অস্বীকার করেছিলেন টম। মানসিক, শারীরিক, আর্থিক বা অন্য কোনোভাবেই তিনি তার মেয়েকে পরিত্যাগ করেননি বলে জানিয়েছিলেন অভিনেতা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ