অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের কন্যা অভিনেত্রী লুইসা জ্যাকবসন নিজেকে সমকামী বলে ঘোষণা দিয়েছেন। নিজের দীর্ঘদিনের বান্ধবী অ্যানা ব্লান্ডেলের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমকামিতার সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন তিনি। পোস্টে ক্যাপশনে ৩৩ বছর বয়সী অভিনেত্রী লেখেন, ‘আনন্দময় নতুন অধ্যায়ে প্রবেশ করতে পেরে ভীষণ খুশি।’
গত ২২ জুন মা মেরিল স্ট্রিপের ৭৫তম জন্মদিন ছিল। সেদিন লুইসা ও অ্যানা সমকামিতা সম্পর্কের দিনটি উদযাপন করেন। মায়ের জন্মদিনে লুইসা তার ভালোবাসার মানুষকে প্রকাশ্যে এনে এমন ঘোষণা দেওয়ায় অনেকে চমকে উঠেছেন।
১৯৭৮ সালে ভাস্কর ডন গ্যামারকে বিয়ে করেন মেরিল স্ট্রিপ। ৪২ বছরের সংসারজীবনে চার সন্তানের মা হয়েছেন মেরিল। এ চার সন্তানের একজন লুইসা। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পামে ডিওর পুরস্কার পেয়েছেন মেরিল স্ট্রিপ। সিনেমায় অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি সমাজসেবীও। বহুবার অনেক বিতর্কিত বক্তব্য রাখতে শোনা গিয়েছে মেরিল স্ট্রিপকে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ