ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাকুল-জ্যাকি

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ০৮:১২

বছরের প্রথম দিনেই বলিপাড়ায় বিয়ের সানাইয়ের সুর। অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি সাত পাকে বাঁধা পড়ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন তারা। তবে বিদেশের পরিবর্তে তাদের বিয়ের আসর বসছে দেশেই। বিয়ের ভেন্যু হিসেবে তারা গোয়াকে বেছে নিয়েছেন। বলিউড ভিত্তিক গণমাধ্যমে তাদের পরিবারের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়।

শুরু থেকেই জ্যাকি এবং রকুল তাদের ব্যক্তিগত সম্পর্ককে আড়ালে রেখেছেন। বিয়ের ক্ষেত্রেও তারা খুব বেশি প্রচার চাইছেন না। শোনা যাচ্ছে, পরিবার এবং ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করবেন এই তারকা জুটি। পরে মুম্বইয়ে ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য তাদের বিশেষ পার্টি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে রকুল এবং জ্যাকির সম্পর্কের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ্যে আসে। জ্যাকি তার জন্মদিনে রকুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপরই ভক্তদের মাঝে তাদের প্রেমের বিষয়টি খোলাসা হয়ে যায়।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ