ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

জবির ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগে অবাঞ্চিত ঘোষণা করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থী।

সোমবার ( ৯ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের একাংশ চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে ও বিভাগে ব্যানার লাগিয়ে দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই গণহত্যার অন্যতম সমর্থনকারী। এ ছাড়াও তার বিরুদ্ধে অতীতে শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ করেন। মুর্শিদা বিনতে রহমান ক্লাসে আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করতো।

শিক্ষার্থীরা ব্যানারে উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণহত্যার সমর্থনকারী ইতিহাস বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান, যিনি ফ্যাসিস্ট হাসিনার দোসর মুনতাসীর মামুন এবং শাহরিয়ার কবিরের অনুসারী।

আরও লিখা থাকে, তিনি জুলাই বিপ্লবের সময় গণহত্যার দায় ছাত্রদের নিতে হবে বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার অফিসে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি রেখেছেন এবং ক্লাসে শিক্ষার্থীদের ফ্যাসিস্ট হাসিনার পক্ষে নিয়মিত কথা বলেন। জুলাই বিপ্লবের সরাসরি বিপক্ষে থাকা স্বৈরাচারী হাসিনার দোসর ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

জানা যায়, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থীদের কয়েকজন ইতিহাস বিভাগে ‘বাংলাদেশে গুমের রাজনীতি : ২০০৯-২০১৪’, ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক বিষয়ে এম ফিল করতে আবেদন করলে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেননি চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ