ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ২৩:২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ইনস্টিটিউটির সেমিনার রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটির অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী।

২ দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথম দিন (আজ) ১৯ জন তরুণ নজরুল গবেষক অংশ নেন। কর্মশালায় ড. মো. বখতিয়ার উদ্দিন গবেষণার বিভিন্ন রীতি-নীতি ও কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় তিনি তরুণ গবেষকদের গবেষণা নৈতিকতা মেনে চলার পরামর্শও দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনে গবেষণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ হয়েছে নজরুল নিয়ে গবেষণা করার। বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা গবেষণা প্রকল্প পেয়েছো। গবেষণার যে মেথড টা তোমরা এখান থেকে শিখবে সেই মেথডের জ্ঞানগুলো তোমাদের গবেষণায় প্রয়োগ করে নজরুল সম্পর্কে একটা সত্য উপস্থাপন করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস। আজকের এই কর্মশালা তোমাদের জ্ঞান অন্বেষণের সেই পথকেই সুগম করবে এবং এখান থেকে অর্জিত শিক্ষাগুলো তোমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর বাকি ২১ জন গবেষককে নিয়ে দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ