বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণে পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও ইটের খোয়ার ব্যবহারের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণে পাথরের ব্যবহার করার কথা থাকলেও ইট দিয়ে ঢালাই করা হয়েছে। দ্বিতীয় তলার ঢালাই ছাদের বিভিন্ন অংশ দিয়ে টোপে টোপে পানি পড়তে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশল মো. শাহরিয়ার আকিফ বলেন, পাথরের পরিবর্তে খোয়ার ঢালাইয়ের অভিযোগ শুনেছি কিন্তু ওই কাজের বিল এখনো দেওয়া হয়নি। বিল তো পাথরের দিবো না খোয়ার দিবো বিল দিবো। তা ছাড়া ভবনটি নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটা খোয়া দিয়ে করা হয়। খোয়া দিয়ে উঠে আসা ভবনের ওপর পাথরের লোড চাপানোর কোন মানে হয় না। যা আছে সেটা ম্যানেজ করে আমরা তখন খোয়া দিয়ে কাজ করি।
তিনি বলেন, এই ভবন নির্মাণ করা হয়েছিলো ২০১২ বা ২০১০ এর দিকে সেসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যারা আছেন তারা এটার কাজ করেন তাদের ও তো ইঞ্জিনিয়ার ছিলো তারা নিশ্চয়ই লোড এনালাইসিস না করতো নিশ্চয়ই ভবনটা করেনি। এই ব্যাখাটা তারা বলতে পারবে। এই খোয়াটা আসলে আগের কাজের কম্বিনেশন নিচের খোয়ার ভবন আছে আপনি ওপরে পাথর দিয়ে শুরু করার কোন মানে হয় না। দু একটা সমস্যা শুনতেছি আমরা যাবো দেখবো এবং সমাধান করার চেষ্টা করবো।
মসজিদের ঠিকাদার রানা বলেন, ফাউন্ডেশন খোয়া দেওয়া ছিলো তাই পাথর দিয়ে ঢালাইয়ের কথা থাকলেও আমরা খোয়া দিয়ে ঢালাই করি। ভালো মানের খোয়া ব্যবহার করি।
ভবন নির্মাণের সময়সীমার কথা বলা হলে তিনি বলেন, আমার সঠিক তারিখ মনে আসছে না। কাজের বিলের কথা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন, আমাকে চল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে বাকি টাকা এখনো দেয়া হয়নি।
নির্মাণের কাজের ত্রুটির বিষয়ে বলেন, আমার জায়গা থেকে চেষ্টা করছি ভালো করে করার কিন্তু কাজের মিস্ত্রির অসচেতনতার কারণে ভবনে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা সমাধান করে দিবো। একটা ভিমে সঠিকভাবে ব্রাইবেটর করা হয়নি যার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির নতুন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিষয়টি শুনেছি বাকিটা সরেজমিনে গিয়ে দেখবো এবং ইঞ্জিনিয়ার দ্বারা আরও পরীক্ষা করবো। মসজিদ বিষয়ে দুর্নীতি করলে কোনো ছাড় হবে না। এর আগেও মসজিদে একজন গম চুরি করেছিলো, এতে তার চাকরি চলে গেছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ