ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ইবিতে ছাত্রলীগের কার্যালয় ভেঙে হল গেইট করার পরিকল্পনা

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ১৫:১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। গত ৪ নভেম্বর বিকেলে জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেনের নির্দেশে ও ছাত্রদল নেতাদের উপস্থিতিতে এটি ভাঙা হয় বলে জানা গেছে। সেই স্থানে জিয়া হলের প্রবেশ গেইট করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, তৎকালীন সরকারের আমলে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সেখানে দলীয় কার্যালয় স্থাপন করা হয়। এই কার্যালয় স্থাপনে স্টেট অফিসের কোন অনুমোদন নেননি তারা।

জুলাই আন্দোলনের সময় দুই দফায় ভাঙচুর চালিয়ে কার্যালয়টি ভেঙে ফেলেছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ভাঙচুরের পর টিনের তৈরি কার্যালয়টির শুধুমাত্র ভগ্ন দেয়াল ও উপরের ছাদ অবশিষ্ট ছিলো। সর্বশেষ গত ৪ নভেম্বর প্রভোস্টের নির্দেশে ও ছাত্রদল নেতাদের উপস্থিতিতে অফিসটি পুরোপুরিভাবে উচ্ছেদ করা হয়।

নতুন করে হলের গেইট তৈরি করার জন্যই জায়গাটি পরিষ্কার করা হয়েছে বলে জানান শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন।

তিনি বলেন, ওই পাশে হলের নতুন গেইট করার পরিকল্পনা রয়েছে। যার জন্য জায়গাটি পরিষ্কার করা হয়েছে। উপাচার্যের অনুমতি সাপেক্ষে দ্রুত আমরা বিষয়টি নিয়ে আগাবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ